সখি গো কহিল নাহ মহিমা।
রসের সাগর সুন্দর নাগর
সুঘরের সুঘর সীমা।।
সখি গো না দেখিলে মুঞি মরি।
হেন লয় মনে রূপ রাত্রদিনে
অঞ্জন করিয়া পরি।।
সখি গো সফল জীবন তারা।
শ্যামধাম কাম কলার পসার
সুখে বিলসিছে যারা।।
সখি গো যার না হয় এ সুখ ভেদ।
পাষাণ অধিক গণিয়ে সেজন
গহিছে আগম বেদ।।
সখি গো কাহার এমন হিয়া।
কে আছে এমন পাইয়া রতন
ছাড়িবে প্রবোধ দিয়া।।
সখি গো জানে শিবরাম দাসে।
কুলশীল ডরে যে না ভজে তারে
সেজনা আপনা নাশে।।