সখি, চল্‌ গো মোরে লইয়া, মথুরাতে প্রাণ-বন্ধুয়ার চরণ দেখি গিয়া।।
আর সে পারে বন্ধুয়ার বাড়ী, মধ্যেতে নদীয়া।
ওরে, কে হইব পারের মাঝি, কে যাইব বাইয়া।।
আর গোকুলের যতই নারী মন্ত্রণা করিয়া,
এগো, রাধার সনে ফুল আনিতে রহে দাঁড়াইয়া।।
আর যে জন রসিক হওরে পসার পাতিয়ো।
এগো, পর মারিয়া সোনাপুরে গেলেনু চলিয়া।।
আর রাধিকাও জলে যাইতে রদির বিষম জ্বালা।
এগো, কান্দিয়া বলে বিনোদিনী রাই, আবে ধরে ছায়া।।
আর রাধিকাও জলে যাইতে মেঘের আন্ধারিয়া।
ওরে, চিতরঞ্জিনী দাসী, বারইল মোমের বাত্তি লইয়া।।
আর আম্বর আলী বলছে, ধনি, কারবায় রইলায় চাইয়া
ওরে, আইত্‌রা-আইত্‌রা শ্যাম-কালাচান্দ মুররী বাজাইয়া।।