সখি হের দেখ আসিয়া
ধরণী উপরে এ চারি পঙ্কজ
নয়নে দেখ চাহিয়া ।।
পঙ্কজ উপরে, বিংশ শশধর,
চাঁদের উপরে গজ।
এ চারু গজের উপরে শোভিত
যুগল কেশরী রাজ।।
কেশরী উপরে, এ দুই উদয়
উদয় উপরে গিরি।
গিরির উপরে, এই দুই তমাল,
চারি শাখা আছে ধরি।।
তাহে আছে সখি, একটি তমাল,
নবঘন সম দেখি।
একটি তমাল, সোনার বরণ
শুনলো মরম সখি।।
তাহে ফলিয়াছে তরুণ বরণ,
এ চারি উত্তম ফল।
ফলের ভিতর ফুল ফুটিয়াছে,
নাহি তার শাখা দল।।
তা পর এ দুই, কীরের বসতি,
তা পর চকোর চারি।
তা-পর এ দুই চাঁদের বসতি
পিবইতে ইহ বারি।।
তা পর দেখহ, বিধু সে অরুণ,
তাপর ময়ূর অহি।
জ্ঞানদাস কহে, মরমক বাত,
একথা জানে না কোহি।।