সখি হে, কি পেখনু নীপমূলে ধন্দ
একে সে বরণ কালা, বিবিধ বিনোদ মালা,
লাবণ্যে ঝুরয়ে মকরন্দ।।
ভবজ অনুজ রথ, তা তলে বিনতা সুত,
কোরে কুমুদ বন্ধু সাজে।
হরি-অরি সন্নিধানে, অলি রথে পুরে বাণে
রমণী মণির মন মাঝে।।
খগেন্দ্র-নিকটে বসি, রসেন্দ্র বাজায় বাঁশী,
যোগীন্দ্র মুণীন্দ্র মূরছা্য়।
কুন্তীর নন্দন-মূলে, কশ্যপ নন্দন দোলে,
মনমথ মনমথ তায়।।
জলধি সুতাপতি, তার তলে যার স্থিতি,
সে কেন যমুনার জলে ভাসে।
শচীপতি রিপুযুতা বাহন বিজুরীলতা,
রূপ নিরখয়ে জ্ঞানদাসে।।