সখি হে গোরা কেন নিঠুরাই মোহে।
জগতে করিল দয়া দিয়া সেই পদছায়া
বঞ্চল এ অভাগীরে কাহে।।ধ্রু।।
গৌরপ্রেমে সঁপি প্রাণ জিউ করে আনচান
স্থির হৈয়া রইতে নারি ঘরে।
আগে যদি জানিতাম পিরীতি না করিতাম
যাচিঞা না দিতু প্রাণ পরে।।
আমি ঝুরি যার তরে সে যদি না চায় ফিরে
এমন পিরীতে কিবা সুখ।
চাতক সলিল চাহে বজর ক্ষেপিলে তাহে
যায় ফাটি যায় কিনা বুক।।
মুরারি গুপত কয় পিরীতি সহজ নয়
বিশেষে গৌরাঙ্গ –প্রেমের জ্বালা।
কুল মান সব ছাড় চরণ আশ্রয় কর
তবে সে পাইবা শচীর বালা।।