সখি হে না বোল বচন আন।
ভালে ভালে হাম অলপে চিহ্নলুঁ
ঐছন কুটিল কান।।
কাঠ কঠিন কয়ল মোদক
উপরে মাখিয়া গুড়।
কনয়াকলস বিখে পুরাইয়া
উপরে দুধক পূর।।
কানু সে সুজন হাম দুরজন
তাকর বচনে যাই।
হৃদয় মুখেতে এক সমতুল
কোটিকে গুটিক পাই।।
যে ফুলে তেজসি সে ফুলে পূজসি
সে ফুলে ধরসি বান।
কানুক বচন ঐছন চরিত
কবি বিদ্যাপতি ভান।।