সখি হে বিরাট-তনয় দেহ দান
বায়স অজ রবে, তনু মোর জ্বর জ্বর,
কিয়ে ভেল পাপ পরাণ।।
বক্ত্র যার তিন দুন, তাহার বাহন পুনঃ,
তাহার ভক্ষের ভক্ষের নিজ সুতে।
বান দুন শির যার, পুরী নষ্ট কৈল তার,
হেন দুঃখ পিয়া দেল মোতে।।
সুরভি তনয় প্রভু, তাহার ভূষণ রিপু,
তাহার প্রভুর নিজ সুতে।
তাহার কটাক্ষ শরে, দহে মম কলেবরে,
বল সখি বাঁচিব কিমতে।
মুনি তিনগুণ করি, বেদে মিশাইয়া পূরি,
দেল সখি একত্র করিয়া।
আমি কুলবতী রামা, বিধি মোরে হল বামা,
গরাসিব বাণ ঘুচাইয়া ।।
জ্ঞানদাসেতে কয়, পিয়া মোর বাম নয়,
দেখি সখি আছে কোন দেশে।
যাহ দূতি ত্বরা করি, আন গিয়া শ্রীহরি,
চাতকিনী রহিল সেই আশে।।