সখীগণ মিলি লইয়া মুরলি
চলিলা নিভৃত ঘরে।
নাগর শেখর হইলা ফাঁপর
মুরলী নাহিক করে।।
লাজে লাজায়লি না দেখি মুরলি
রাইএর বদন চায়।।
রাধিকা চতুরী করিয়া চাতুরী
সখীর নিকটে যায়।।
মদনমোহন পাইয়া চেতন
সুথির করিল চীত।
মুরলি হরণ রাইয়ের করণ
গমনে বুঝিল রীত।।
রাই রসবতী সখীর সঙ্গতি
মুরলি করিল চুরি।
রঙ্গ বাড়াইতে শেখর গোপতে
নাগরে কহয়ে ঠারি।।