সখী পরবোধি চললি বর-রঙ্গিণি
পৈঠলি আপন-ভবনে।
গাগরি ছোড়ি তৈখনে সুন্দরি
তুরিতহি করল শয়নে।।
ধনি বড় কাতর-চীত।
ননদিনী কহত কাহে তুহুঁ শূতলি
না বুঝিয়ে তুহারি চরীত।।ধ্রু।।
কহতহি সুন্দরি শুন মোর বাদিনি
তোহে কি কহব ইহ দুখে।
পথ অতি-সঙ্কট কাঁখে দারুণ ঘট
বেদন লাগিল জানি বুকে।।
এ সব বচন শুনি সখিগণ হাসত
রাধারে কহয়ে ভালি ভালি।
নিমানন্দ দাস কহই রস কৌতুক
ধনি ধনি ধনি চতুরালি।।