সজনি ও কে নাগর তরুমূলে।
এতদিন নাহি জানি লোকমুখে নাহি শুনি
হেন জন আছয়ে গোকুলে।।ধ্রু।।
মুরলীর আলাপনে পবন রহিয়া শুনে
যমুনায় বহয়ে উজান।
না চলে রবির রথ বাজী নাহি পায় পথ
দরবয়ে দারু পাষাণ।।
রমণীরমণবর গতি মদমন্থর
মনোহরের মনোহর বেশ।
মৃগমদ চন্দন তনু ঘন লেপন
পরিমলে ভুলায়ল দেশে।।
শুনিয়া মুরলীধ্বনি ধ্যান ছাড়ে যত মুনি
জপ তপ কিছুই না ভায়।
তৃণ মুখে ধেনু যত ঊর্দ্ধ্বমুখ অবিরত
বৎসগণে দুগ্ধ নাহি খায়।।
ময়ূর পাখের চূড়া মালতীর মালে বেড়া
ভ্রমর গুঞ্জরে চারি পাশে।
বারেক দেখিলে তায় কুলশীল সব যায়
চিত নাহি রহে গৃহবাসে।।
ব্রজরাজনন্দন অনন্ত জীবনধন
নাম তার সুন্দর কানাই।
তাহার আঁখির ঠারে এ দেশে তাহার ডরে
ঘরেরে বাহির হইতে নাই।।