সজনি রহিতে নারিনু ঘরে।
না দেখি না শুনি, এমন দেবতা
যুবতী দেখিয়া ভুলে।। ধ্রু।।
নিশির স্বপনে চান্দ উপরাগে
হেরয়ে মন্দিরে বসি।
হেনই সময়ে সে বন দেবতা
মোরে গরাসিল আসি।।
গরাসি তরাসে আকুল হইয়া
মুরছি পড়িনু ভূমে।
তোর নাম ধরি কতেক ডাকিনু
শুনিয়া না শুনলি কানে।।
আমার বিতথা সে যে দেবতা
হাসিয়া ভুলিল রঙ্গে।
চন্দন বসন সব অভরণ
স্বপনে দিয়াছি অঙ্গে।।
এ বোল শুনিয়া ননদী ঠমকী
বেড়ায় আইখের ঠারে।
জ্ঞানদাস কহে আমরা থাকিতে
কিবা পরমাদ তোরে।।