সজনী অব তুহে অপরূপ দেখি।
গাঁঠিক হেম বদন পর ঝলকত
দেক তুহুঁ অঙ্গহি সাখি।।ধ্রু।।
যব যায়লি তুহুঁ কাঁখহি গাগরী
তব মন-মোহন বেশ।
অব তুহুঁ চঞ্চল-লোচনে চাহসি
কাহে বিচলিত কেশ।।
ঘন নিশ্বাসন কাহে কুচ-খণ্ডন
কোন কয়ল ইহ কাজ।
ঘর যব যায়বি গুরুজন কি কহব
কহইতে ইহ বড় লাজ।।
তুয়া অতি ধৈরজ জানত ইহ ব্রজ
তব কাহে হীলত অঙ্গ।
কহে হরিবংশ দাস তববি পুরব আশ
পুন যব হোয়ব সঙ্গ।।