সনকাদি মুনিগণে চাহি বুলে দেবগণে
বিরিঞ্চি ধেয়ানে নাহি পায়।
দিগম্বর পশুপতি ভ্রমি বুলে দিবারতি
পঞ্চ মুখে যার গুণ গায়।।
যাঁর পদ ধৌত হৈতে শুচি কৈল ত্রিজগতে
হরশিরে জটার ভূষণ।
সো পঁহু নদীয়াপুরে অবতরি শচীঘরে
সঙ্গে লৈয়া পারিষদগণ।।
জীব সব অচেতন দেখি শচীনন্দন
প্রকাশিলা নাম সংকীর্ত্তন।
বিষয়ী যবন যত তারা হৈল উনমত
না হইল পড়ুয়া অধম।।
প্রেমজল মহাবন্যা পৃথিবী করিল ধন্যা
ত্রিভুবন চলিল বাহিয়া।
তার্কিক পাষণ্ড যত পলাইল হৈয়া ভীত
অভিমাননৌকায় চড়িয়া।।
শ্রীচৈতন্য নিত্যানন্দ তাঁর পদমকরন্দ
যে জন করয়ে তার আশ।
তাঁহার চরণধূলি তাহে মোর স্নানকেলি
দুখিয়া শেখর তার দাস।।