সবার করেতে ধরিয়া ধরিয়া
রসিক নাগর কান।
“উঠ, উঠ”–বলি সঘনে কহেন–
“তোমার আমার প্রাণ।।”
এ বোল বলিতে নন্দের নন্দন
সকল বালক মেলি।
ভেয়ের করেতে কর পসারিয়া
সবে আলিঙ্গন করি।।
কেহ লোটে ভূমে কেহ লোটে ক্রমে
কেহত ধাওই দূরে।
কেহ প্রেমরসে ভাই রহাইবা (?)
ঐছন যাইয়া ধরে।।
কহে বলে–“ভাই , কানাই বালাই,
এবে সে নিঠুর ভেলা।
গোকুল-নগরে এত দিনে মেনে
শোকের সায়র দিলা।।”
কান্দিয়া বিকল বালকসকল
শ্রীমুখ নিরখে সদা।
চণ্ডীদাস বলে, “পড়িয়া ভূতলে
সকল হইল বাধা।।”