সবে অন্ন খায় মাঝে যদুরায়
দিছেন সবার মুখে।
খাইয়া খাওয়ায় সুখে সুখে তায়
তিলেক নাহিক দুখে।।
কৃষ্ণ-বলরাম শ্রীদাম -সুদাম
সুবল যতেক সখা।
বসিয়া বালক রাখল মণ্ডল
তার কিছু নাহি লেখা।।
কেহ বলে –“ভাই, কানাই বলাই
বড়ই দয়াল হয়ে।
কোথা হতে অন্ন আনিল নবান্ন
সকল বালক খায়ে।।
এ বড়ি মহিমা যার নাহি সীমা
এ মহীমণ্ডল-মাঝ।
বনের মাঝারে এ অন্ন-ব্যঞ্জন,
কে বুঝে তোমার কাজ।।
বুঝিল কানুর চরিত অদ্ভুত
এ মেনে মানুষ নয়।”
চণ্ডীদাস বলে– “জানি অনুমানে
গোলোক-ঈশ্বর হয়।।”