সব গোপীগণে আনন্দে ভাসল
বিচ্ছেদ নাহিক জানে।
বিচ্ছেদ নহিলে প্রেম না উথলে
ভাবয়ে সে শ্যাম মনে।।
শ্যাম বিচারয়ে মনে।
অনুরাগ বিনে রসের মাধুরী
কেহ সে নাহিক জানে।।ধ্রু।।
ইহা বলি শ্যাম হৈলা অন্তর্দ্ধান
রাধিকা লইয়া সাথে।
রাই-বিনোদিনী শ্যামচাঁদ সনে
চলিলা বিপিন পথে।।
কানুরে কহিছে রাধিকা সুন্দরী
চলিতে নাহিক পারি।
যেন-মতে পার তেন-মতে লেহ
শুনহে পরাণ-হরি।।
এ বোল শুনিয়া নাগর রসিয়া
রাধিকা কোলেতে করি।
যায়্যা কত দূরে ছাড়িল তাহারে
নিঠুর হইয়া হরি।।
আর সব গোপী একত্রে রহিল
রাধিকা রহিল একা।
নিমানন্দের পহু হেলে হারাইল
আর কি পাইবে দেখা।।