সভে মেলি ভজ ভাই শ্রীনন্দ নন্দন।
গোপ গোপীগণ হন যার প্রাণধন।।
কায় মনে ভজ ভাই নন্দকুমার।
গোপ গোপী সঙ্গে যার নিত্য বিহার।।
সখাগণ সঙ্গে আর বৃন্দাবন ধাম।
সভাকার প্রাণ ভজ কৃষ্ণ বলরাম।।
পিরীতি করিয়া ভজ রাম নন্দলাল।
ব্রজবালা সঙ্গে আর রঙ্গিয়া রাখাল।।
একান্ত করিয়া ভজ নব ঘনশ্যাম।
শ্রীদাম সুদাম সঙ্গে আর বসুদাম।।
বৃষভানু নন্দিনী ভজ রত্নভানু সুতা।
নন্দের নন্দন ভজ রোহিণী কি পুতা।।
যাদবেন্দ্র কহে রাম কৃষ্ণ কর সার।
সভে মেলি ভজ ভাই গতি নাহি আর।।