সহচরি-বচন শ্রবণে যব শূনলি
তবহি পায়লি বহু লাজ।
আপনক দোষে রোষ করলুঁ হাম
ইথে অব কি করিয়ে কাজ।।
কহতহি সখি-মুখ চাই।
তুরিতহি যাই আনি অব মিলায়বি
তব হাম জীবন পাই।।ধ্রু।।
অকারণে মান করলুঁ দুখ পায়লুঁ
তুহুঁ সখি জীবন মোর।
সখিগণ মাঝে তোহে অধিক জানি
ইহ তনু জীবন তোর।।
এত কহি সুন্দরি আকুল-অন্তর
ধরলহি সহচরি-পায়।
নিমানন্দ দাস মিনতি করু কত শত
মরমে মরমে জরি যায়।।