সহচরি সঙ্গে রাই খিতি লূঠই
খনহি খনহি মূরছায়।
কুন্তল তোড়ি সঘনে শির হানই
কো পরবোধব তায়।।
হরি হরি কি ভেল বজর নিপাত।
কাহে লাগি কালিন্দী বিষজলে পৈঠল
সো মঝু জীবননাথ।।
চৌদিগে সবহুঁ রমণীগণ রোয়ত
লোরহিঁ মহী বহি যায়।
বিগলিত ভরম সরম সব তেজল
ঘন রোয়ত উভরায়।।
বিষ-জলপানে ছুটহ কোই লূঠই
কোই না বান্ধই কেশ।
মাধব দাস সবহুঁ পরবোধই
গদগদ বচন বিশেষ ।।