সহচরি সরস বচন শুনি মাধব
কহতহি গদ গদ বাণী।
হাম পুন যবধরি ধনিমুখ হেরলুঁ
জীবন করত কি জানি।।
সজনি তব ধরি আকুল দেহা।
কোনে কহব দুখ কো আশোয়াসব
কঠিন ঘটন নব লেহা।।
গণি গণি এহ থেহ নাহিঁ পাওলুঁ
মদন-মদালসে ভোর।
তৈখনে আসি সুধা সম ভাখনে
জীবন রাখলি মোর।।
বিহি বড় রসিক অসিম গুণসায়র
বিঘটন করল সমাধা।
তুয়া কর-পল্লবে দেহ সমাপলুঁ
অবহি মিলাওবি রাধা।।
তব কিঙ্কর বলি খত লিখি দেওব
নব নব রঙ্গিণি ঠাম।
জীবনে মরণে তোহাঁরি গুণ গাওব
দীনবন্ধু পরমাণ।।