সহচরী আসি গোঠ পরবেশল
যাহা বিদগধ নটরাজ।
মোতিম দাম হাথ করি কহতহিঁ
সহচরি সংগতি মাঝ।।
মাধব তুহুঁ নব জলধরদেহ।
জিতি বকপাঁতি সভাতি মণি মোতিম
পথি মাঝে পাওলুঁ এহ।।
মুকুট পিঞ্জ জনু ইন্দ্র-শরাসন
ঘন-রব মুরলি নিনাদ।
তড়িদিব পীত বসন কটি-শোভিত
হেরইতে লাগএ সাধ।।
রাতুল ধাতু অতুল গিরি–সম্পদ
যদি ভূষণ কর অঙ্গে।
বিঘটন সুঘটন অরুণ উদয় যেন
তুয়া মুখ শশিকর সঙ্গে।।
শুনি সখি-বাণি জানি পহুঁ মাধব
গিরিগামিনি ধনি রাধা।
উলসিত দেহ বঙ্ক দিঠি কৈতবে
পূরল সহচরি সাধা।।
দূতি মোতি হরি- কণ্ঠে পিন্ধাওল
চললহিঁ গোকুল পন্থ।
দীনবন্ধু জগ জন করি গোপন
আওল বিপিনকি অন্ত।।