সহচর সঙ্গহি নাগর কান।
গোধন দোহনে আওল বিহান।।
গোগণ মাঝে চলল যদুবীর।
ঘন হাম্বারবে গরজে গভীর।।
ধেনু চরণে দেই ছান্দন ডোর।
দোহত গোরস নন্দকিশোর।।
তনুতনু লাগল দুধক ধার।
মরকতে যৈছন মোতি বিথার।।
গাগরি ভরি ভরি ভার সাজাই।
ভারবাহক দেই গেহ পাঠাই।।
কো কহ গোধন দোহন রঙ্গ।
খেলই পুন সব সহচর সঙ্গ।।
শিশুগণ যুঝত করে লই দণ্ড।
তবহি আনায়ল সমরক ষণ্ড।।
কত কত কৌতুক হেরই তথাই।
শ্রবণে সুবল কহে আয়ত রাই।।
শুনইতে সচকিত নাগর কান।
তাকর সঙ্গহি করল পয়ান।।
দুহুঁ জন পন্থ নেহারত ঠারি।
কহ মাধব হাম যাঙ বলিহারি।।