সাঁজ হৈল বেলা গেল প্রতি ঘরে বাতি তবুত না আইসে যাদু দিনান্তে উপাসী। ধু
অপরূপ বিপরীত কি বলিমু কারে নানারূপে করে কেলি ভ্রমরা না ছাড়ে।
জল নাহি কলসে যমুনা বহুদূর চলিতে না পারে রাধা চরণে নেপুর।
ভিঙ্গারের জল দিয়া পাখাল দুই পাও শীতল বিজনী দিয়া করিমু তোমা বাও।
বারে বারে কহি নন্দ বেচিয়া পেলাও ধেনু।
গোকুলে মাগিয়া খাইমু কোলে লইয়া কানু।
কহে সৈয়দ সোলতানে মনে ত ভাবিয়া পর কি আপনা হয় পিরীতি লাগিয়া।