সাধুর ভরারে ডুবাইলুম মনের বেহার।
ভরিয়া সুবর্ণের ভরা তুলি লৈলুম নায়ের পারা আগা পাছা তুলি দিলুম খাট্টা
ছিঁড়িল পানসীর দড়ি অই চিন্তা মনে করি সাধু ভাই বোলএ হায় রে হায়।। ধু
দক্ষিণে চঞ্চল বাও, না বুঝি বণিজের ভাও, নৌকা মোর পাইল কু-বায়।
নালায় থাাকিতে পানি না নামাইলুম নৌকাখানি যমুনায় পড়িয়া গেল ভাটা।।
দক্ষিণে চঞ্চল বাও, না বুঝি বণিজের ভাও নৌকা মোর পাইল কু-বায়।
যমুনা ছাড়িয়া যায় রশি কাছি নাহি মানায় নাকাল নঙ্গরের ঘায়।।
ব্যাজ নারিলুম খেবা, আন্ধার করিল দেবা কুল কতদূর যমুনার।
চৌদিকে করিল ঘোর না পাই পন্থের ওর বিবাদে লাগিল কানু নৌকার ।
কহে সৈয়দ সুলতানে নৌকা আনিলাম পাণে না করিলুম বণিজ বেহার।
আখেরে কি জানি হয় আলস্যেত দিন যায হাত মোড়ামোড়ি সার।।