সায়ংকাল গেল প্রদোষ হইল
ভোজন সারিল কাহ্ন।
তাম্বুল যোগান করিয়া বহন
কৈল পালঙ্কে শয়ান।।
রাধাগুণ-গান সদা মনে ধ্যান
অনুক্ষণে বলে রাধা।
ছন ছন মন আকুল পরাণ
নয়ানে না আসে নিদ্রা।।
সঙ্গেতের কথা হেজি (ভাবি)কালা কাহ্ন
চিত্তে নাই আর সুখ।
অট্টালিকা পরে জাগিছিল রাই
তেঁই মনে বড় দুখ।
কর-কমলকে জোড়ি করি রাই
নয়ানে সম্পাদি জল।
সে কথা সুমরি নাগর শ্রীহরি
কামে তনু ক্ষীণ কৈল।।
নিশি বারদণ্ড বুঝিয়া নাগর
বোলে এ সঙ্কেত বেলা।
চণ্ডীদাস বোলে চল এহি কালে
বানায়্যা সুবেশ মালা।।