সুখের লাগিয়া এ ঘর বাঁধিলু
অনলে পুড়িয়া গেল।
অমিয়া-সাগরে সিনান করিতে
সকলি গরল ভেল।।
সখি, কি মোর করম-লেখি।
শীতল বলিয়া ও চাঁদ সেবিলুঁ
ভানুর কিরণ দেখি।। ধ্রু
উচল বলিয়া অচলে চড়িলু
পড়িলুঁ অগাধ জলে।
লছমি চাহিতে দারিদ্র্য বেঢ়ল
মাণিক হারালুঁ হেলে।।
নগর বসালাম সাগর বাঁধিলাম
মাণিক পাবার আশে।
সাগর শুকাল মাণিক লুকাল
অভাগীর করম দোষে।।
পিয়াস লাগিয়া জলদ সেবিলুঁ
বজর পড়িয়া গেল।
কহে চণ্ডীদাস শ্যামের পীরিতি
মরণ অধিক শেল।।