সুচতুর সুবল পবনগতি ধাওল
আওল জাবট মাঝ।
জটিলা নিকট আসি সোই কহতহি
মলিন বদন দ্বিজরাজ।।
আগো মাই কি কহিব দুখ পরিশেষ।
বাছুরি খোঁজি খোঁজি ইথে আওলুঁ
ভরমি ভরমি কত দেশ।।
পানি পিয়াসে শাস নাহি আওত
জীবন করত কি জান
শুনি জটিলা কহে রন্ধন মন্দিরে
শীতল জল কর পান।।
নিরজন অন্দর রাইক মন্দির
সুবল চলল তহিঁ মাঝ।
দীনবন্ধু কহে সুবল হেরি গৃহে
রাই বুঝল সব কাজ।।