সুনহে লম্পট দানি।
চরিত্র তোমার বেদে অগোচর
তাহা ভালে আমি জানি।।
আজু সে প্রভাতে চলিলা গোঠেতে
লইএ ধেনুর পাল।
হৈ হৈ রবে চলি গেলা সভে
সঙ্গি লএা রাখ পাল।।
বেড়াইকে বনে লএ ধেনুগনে
করিথে মুরুলি ধ্বনি।
সে সব ছাড়িএ এখানে আসিএ
ঘাটে হৈলে মহাদানি।।
পাতি দানছলা ভুলাতে অবলা
পরেছ বনের ফল।
এতেক চাতুরি সিখেছ শ্রীহরি
মজাতে রাধার কুল।।
গোপিগণ সাথে বড়াই তাহাতে
জাইতে মথুরা ছলে।
পথে জদি দান দিএ আমি প্রাণ
কলঙ্ক থাকিবে কুলে।।
বচন রাধার সুনি সুনাগর
হাসিএ কহিছে বানি।
চণ্ডীদাস কয় কারে করে ভঅ
সখা জার চক্রপানি।।