“সুনহ কারণ আমার বচন
জদি বা করিতে পার।
তবে ফল মিলে সায়রের জলে
কহিএ উপায়ে তার।।
কি কাজ কর‍্যাছ ফল হারাইঞা
বুঝিনু মরম তার।
ফলের ভিতরে কত মধু আছে
অপার মহিমা জার।।
দেব-অগোচর না হল গোচর
অনন্ত না জানে সীমা।
আন কে জানব ফলের মাধুরি
নাহিক কনহুঁ জনা।।
এক কহি সুন আমার বচন
জদি বা মিলব ফল।
মোর বোল সুন জত দেবগণ
চলহ খুজিব জল।।”
ব্রহ্মা-আদি দেব সকল চলিল
সুখের সায়র -কুলে ।
মথন করিতে লাগল তখন
দিন চণ্ডিদাস বলে।।