সুন্দরি বেরি এক কর অবধান।
ক্ষেম অপরাধ প্রেম- বাদ করবি যব
তব কৈছে ধরব পরাণ।।ধ্রু।।
লিখি লহ কবজ দাস করি সুন্দরি
জীবন যৌবনে বহু ভাগি।
তুয়া গুণরতন শ্রবণে মণিকুণ্ডল
এবে ভেল ত্রিভঙ্গ বৈরাগী।।
পীতাম্বর গলে করি করযুগলে
মিনতি করিয়ে তুয়া আগে।
হাম ঐছে লাখ লাখ যুগ লুঠই
তুয়া ধনি চরণ সোহাগে।।
মনসিজ করে ধনু হেরি কাতর তনু
বিছুরলু ধনজন মায়া।
তছু ভয় লাগি শরণ হাম লেয়লু
দেহ পদপঙ্কজ ছায়া।।
ঐছন মিনতি কয়ল যব নাগর
ধনি লোচন জল পূর।
হেরইতে বদন রোদন করু দুহুঁ জন
অব ঘনশ্যাম মন পূর।।