সুন্দর বদন সুধাকর নিরমল
চন্দন তিলক উজোর।
পুন নিকর নীর কত বরণ হি
কাঞ্চন গোর।।
অপরূপ রূপ গৌরচন্দ্র নটরাজে।
সঙ্গীত রাস রঙ্গে সব সহচর
বিহরই নবদ্বিপ মাঝে।।
প্রভুর কমল বিমল দুহুঁ লোচন
তাহে ঝরই জলধারা।
জনু যুগ-খঞ্জন ভোরে ভুজল পুন
উগরই মতিমহারা।।
হাস-প্রকাশ মিলিত মধু-বাদর স্বেদ-সুধাকর
রসময় অঙ্গে।
জ্ঞানদাস কহে জগজন কান্দএ
বুঝই না পারই রঙ্গে।।