সুভ দিন করি পাঞ্জি-পুথি ধরি
আইল এ গর্গমুনি।
দেখি নন্দ * * হইল সন্তোস
বাহির হইলা রাণি।।
মুনিরে দেখিয়া করিলা প্রণাম
ভূমেতে অষ্টাঙ্গ হয়্যা।
মধু * * * * কহে পুনঃ পুনঃ
দিলা কুসাসন লঞা।।
বসি গর্গমুনি– “সুন নন্দরাণি,
দেখিয়ে নন্দন তোর ।
* * * * * কি দেখিএ কেমত
চিত সুখি হউ মোর।।”
গৃহের ভিতর ঘুমাই বালক
জসদা লইঞা কোলে।
গর্গ * * * স সিসুরে আনিল
দেখি য়ানন্দ হেলে।।
এক দৃষ্ট পানে বালক নেহালি
কহেন এ মুনিবর।
“কহ * * * য় তোমার তপস্যা
দেখি এই কলেবর।।
কোথা আরাধিলে কন তপফলে
এ নিধি পায়াছ তুমি ।
* * * * হমা কি তোরে কহিব
বলিতে না পারি আমি।।
এ কিএ মানুস না হয়ে স্বরির
দেবের দেবতা এ।
* * র ঘরেতে জনম লভিল
ধরিঞা মানুস-দে।।
দেব চক্রপাণি দেবের দেবতা
এ যেন মানুস নএ।
এমন আকৃতি দেখি জার রিতি
আমার হৃদয়ে হএ ।।”
চণ্ডিদাস কহে– “লিলা প্রচারিতে
আইল নন্দের ঘরে।
বেদে দিতে সিমা জাহার মহিমা
কহিয়া কহিতে নারে।।”