সোই,মরম কহিএ তোরে।
উভাবে জজ্জর জাহার অন্তর
এ কথা কহিব কারে।।
অমৃত বলিয়া গরল ভখিলাম
সরির জারিল বিসে।
জাহার পরসে নিশির সপনে
তা বিনু জিবন কিসে।।
পাইয়া মাণিক আচলে রাখিলাম
কখনে হইনু হারা।
দিবস রজনি দিন গুনি গুনি
পঞ্জর হইল সারা।।
অমিয়া সাগরে সিনান করিতে
তাহে পড়ি গেনু চরে।
চণ্ডিদাস বলে স্যামের পিরিতি
সদাই সুখের ঘরে।।