সোনাবন্ধু পিত্তরায়, তুমি বিনে প্রাণ রাখা দায়।
এগো, পড়িয়াছি সঙ্কট-সায়রে না দেখি গো উপায়।।
আর তোমার রূপ-ঝলক দেখি’ আমার মন হইয়াছে উদাসিনী।
এগো, একবার আসি’ দেখাও রূপ নইলে প্রাণি’ জ্বলিয়া যায়।।
আর মনে বড়ো আশা ছিল ও সই, দেখমু বলে চান্দমুখ।
ওরে আইজ দেখমু, কাইল দেখমু বলে দিনের পথে দিন যায়।।
আর পাগল নজর বলে আমি ঠেকিয়াছি পিরিতের ফান্দে।
এগো, পিরিত করি ঠেক্‌ছি ফান্দে ছাড়াইয়া যাইতে বিষম দায়।।