সোনার নাতিনী এমন যে কেনি
হইলি বাউরি পারা।
সদাই রোদন বিরস বদন
না বুঝি কেমন ধারা।।
যমুনা যাইতে কদম্ব-তলাতে
দেখিলে যে কোন জনে।
যুবতী -জনার ধরম-নাশক
বসি থাকে সেইখানে।।
সে জন পড়ে তোর মনে।
সতীর কুলের কলঙ্ক রাখিলি
চাহিয়া তাহার পানে ।।ধ্রু।।
একে কুলনারী কুল আছে বৈরী
তাহে বড়ুয়ার বধূ।
কহে চণ্ডীদাসে কুলশীল নাশে
কালিয়ার প্রেম-মধু।।