সো হেন গোকুলপতি কয়লি ঐছন গতি
লাজে না তোলয়ে বয়ানে।
তুহুঁ ধনী কুবুধিনী কোপে অচেতনি
নাহ না হেরসি নয়ানে।।
সখি হে হিয়া তোর কুলিশক সারে।
তোহারি ঐছন মতি জনু ভুজগীগতি
বিষ দেই দুধ আহারে।।ধ্রু।।
ভাল মন্দ দুই একুই না বুঝসি
না শুনসি আন হিত-বোল।
মাণিক জানি পাণি উলটায়সি
শূন করসি নিজ কোর।।
মনহুক বেদন মনহি সমাপহ
হাসি করহ শুভ দীঠে।
জ্ঞানদাস কহ তুহুঁ কি না জানসি
জগমাহা আন নহ মীঠে।।