* * * *
“স্থির মান ভাই আপন চিত্ত।।
তাহারে মিলাব তোমার সঙ্গ।
তবে মোর নাম ….. রঙ্গ।।”
একথা শুনিতে হরষ কানু।
পুলক হইল সকল তনু।।
“তাহারে হেরিতে ভৈগেলুঁ ভোর।
সুখের অবধি নাহিক ওর।।
তৈখনে পড়িল অঙ্গের ধড়া।
বিথার হইল মাথার চূড়া।
নূপুর পড়িল ধরণীতলে।
এসব বচন কহিল তোরে।।”
চণ্ডীদাস বলে চরণতলে।
সুবল ইহার জানিল মূলে।।