হরি কোরে হরিণী সোঁপি সব রঙ্গিণী
চললহি আনহু ঠামে।
অবসরে ধনিরক ধরল নব নাগর
মিনতি করয়ে অনুপামে।।
হরিণি নয়নি ধনি রামা।
কানুক পরশনে সরস সম্ভাষণে
মিটল লাজকি ধামা।।
সুখদ শেজপর রাই লই নাগর
বৈঠল নব রতি সাধে।
প্রতিঅঙ্গ চুম্বনে রস অনুমোদনে
থরহরি কাঁপয়ে রাধে।।
মদন সিংহাসনে করল আরোহণ
মোহন রসিক সুজান।
ভর গড় তোড়ল অলপে সমাধল
রাখল সকল সমান।।
কহ কবিশেখর গুরুয়া ভোখভর
করু জনু থোর আহারে।
ঐছন দুহুঁ মন তলপই পুন পুন
উপজল অধিক বিকারে।।