হাম মরইতে তুহুঁ মরইতে চাহ।
অনুখন মঝু হিয়া তুষ-দহ দাহ।।
এ সখি কীয়ে করব পরকার।
সোঙারিতে নিকসয়ে জিবন হামার।।
হামার বচন-রূঢ়-কন্টক জারি।
বিদগধ নাহ গেও মুঝে ছাড়ি।।
মুঞি অতি পাপিনি কলহে বিরাজ।
জানি মোহে তেজল নাগর-রাজ।।
দারুণ প্রাণ রহ কন্ঠহি লাগি।
বুঝলুঁ এহ মঝু করম অভাগি।।
গৌরদাস কহ না কর সন্দেহ।
তুয়া প্রেমে মীলব রসময়-দেহ।।