হাম সে অবলা- অখল-অন্তর
পরক চিত নাহি জান।
পিরীতি পাবক- পরশে ডহডহ
রহত যাত কি প্রাণ।।
সখিহে করবি তুহুঁ পরতীত।
গৃহে মাহা গঞ্জন তরজ গরজন
বোলত কুবচন নীত।।ধ্রু।।
লাজ গুরু-ভয় গৌরব খোয়লুঁ
কেবল ভেল পরাধীন।
ভাবিতে গণইতে দেহ জরজর
দুখে বঞ্চব কত দিন।।
কানু সে সুন্দর রসিক-শেখর
বিনোদ বৈদগধি-সীম।
প্রেম নব-নব করত প্রতিখণ
যৈছে জল সঞে মীন।।
জীবন যৌবন তাহে সোঁপলুঁ
আর নাহি কছু ভায়।
তেজিলুঁ গৃহপতি মূঢ় দুরমতি
নন্দদুলাল যশ গায়।।