হারের মূল্য তোমার সব গায়ে নাঞি।
গরুর রাখাল হঞা এতেক বাড়াঞি।।
মিনতি করিয়ে কানাই বলি তোমার আগে।
না গেলে মথুরা রাজার যোগান ভাঙ্গে।।
যদিবা যাইতে নাহি দিবে মথুরাকে।
না যাব মথুরা আজি যাইব ঘরকে।।
ঘরে যাইয়া জানাইব আপনার কান্তে।
কহিব তাহাকে আমি সকল বৃত্তান্তে।।
যদিবা করিতে পারি ইহার নির্ণয়।
তবে সে মথুরা যাব কহিলুঁ নিশ্চয়।।
বেলি অবসান দেখি সব গোপনারী।
ফিরিঞা আইলা সভে গোকুল নগরী।।
ভবানী দাস বোলে দান মধ্যম খণ্ড।
রাধাকৃষ্ণ পরিহাস্য অমৃতের ভাণ্ড।।