হাসি রহল করে বয়ান ঝাঁপাই।
মধুর সম্ভাষই মধুরিম চাই।।
আন দিন শ্রবণে না দেই পরথাব।
আজি আপনে ধনী কাহিনী সুধাব।।
শুন শুন মাধব উলসিত অঙ্গ।
কমলিনী কয়ল তুয়া পরসঙ্গ।।ধ্রু।।
শুনইতে তৈখনে যো করু চিত।
কাহে কহব কেবা যায়ে পরতীত।।
এত দিনে জানল সিধি ভেল কাজ।
দূরে গেল দুসহ দুগুণ মঝু লাজ।।
লোচন লোর লুকায়ল গোরি।
পুলক প্রচুর অয়লি ধনী চোরি।।
শুভ ভেল অশুভ গেল সব দূরে।
জ্ঞানদাস কহ মনোরথ পূরে।।