হাসি হাসি সহচরি যবহুঁ জানাওল
ইহ তুয়া নিরহেতু মান।
তব ধনি লাজে অধিক মুখ অবনত
বুঝল রসিক বর-কান।।
সখিগণ-ইঙ্গিতে রসিক মুকুটমণি
কোরে আগোরল রাই।
আনন্দে দুহুঁ জন পুন ভেল নিমগন
কৌতুক ওর না পাই।।
ইহ অদভুত দুহুঁ দন্দ।
ঐছন কথিহুঁ না হেরিয়ে ত্রিভুবনে
শুনইতে লাগয়ে ধন্দ।।ধ্রু।।
দুহুঁ দুহুঁ সরস পরশ পুন বাঢ়ল
দুহুঁ দুহুঁ অধিক উল্লাস।
নিকটহি চামর করে করি হেরত
তহিঁ রাধামোহন দাস।।