হাসি হৃষীকেশ– “শুনহ মহেশ,
পূরব বৃত্তান্ত কথা।
কহিএ সকল শুন মন দিয়া
পুলক পাইবে এথা।।
গোকুল-নগরে নন্দঘোষ-ঘরে
জনম লভিব যবে ।
প্রাণ-প্রাণেশ্বরী প্রেম-অধিকারী
সে জন পিরিতি লবে।।
এই না পিরিতি প্রেমের আরতি
শুনহে দেবাধিগণ।
বৃখভানুপুরে বৃখভানুরাজে
তাহার দুহিতা জন।।
তারে সমর্পণ করিব জতন
পিরিতি আখর তিন।
সেই সে জানএ পিরিতি-মরম
তারে কৈল সমর্পণ।।”
একথা শুনিঞা যত দেবগণ
বিস্মিত হইল তারা।
“ভাল, ভাল”–বলি সব দেবগণ
শুনল এমতি ধারা।।
সেই সে কিশোরী জানএ পিরিতি
আন সে জানব কতি।
চণ্ডিদাস বলে– পিরিতি -কণিকা
জানব সে জশোমতি।।