হায় রে দারুণ বিধি।
ছাড়াইলে গুণনিধি।।
যে এত দিল তাপ।
তারে ধরু বহু পাপ।।
এত কি সহিতে পারি।
বিরহে এ তনু মরি।।
তিলেক দিবার সাধ।
এ সুখে দিলে কি বাদ।।
কবে পাব তার মেলি।
পুন সে করব রস কেলি।।
আর কি হেরব মুখচন্দ্র।
ভাঙ্গব সকল দ্বন্দ্ব।।
পুন হরি মিলব মোর।
পিয়ারে করব নিজ কোড়।।
পুন কি করব রস-কেলি।
নব নব গোপী হব মেলি।।
বাঁশী কি শুনব কাণে।
যাব বৃন্দাবন পানে।।
ঘসিয়া চন্দন মালা।
কারে দিব আর গলা।।
চণ্ডীদাস কয়।
তিলেক না কর ভয়।।