হা হা রে বন্ধুর বাঁশী, বিষম ফাঁসি, লাগিয়া রৈল রাধার গলে।। ধু
বন্ধুর বাঁশী চিত্ত-চোর, লাগাইয়া প্রেম-ডোর, যুবতীর মন ধরি টানে।
কুলবধূ কুল-হিয়া, হরি নিল বাঁশী দিয়া, প্রাণ নিল বুঝি অনুমানে।।
তুই বন্ধুর কঠিন হিয়া, অনলেতে কাষ্ঠ দিয়া, ছাই হই জ্বলিয়া পুড়িয়া।
কহে হীন আলাওলে, জল ঢাল সে অনলে, নিবাও অনল প্রেম-রস-দিয়া।।