হিয়ায় কণ্টক দাগ বয়নে বন্দন রাগ
মলিন হইয়াছে মুখ শশী।।
আমা সভা তেয়াগিয়া কোন বনে ছিলে গিয়া
তোমা ভিন্ন সব শূন্য বাসি।।
নবঘন শ্যাম তনু ঝামর হইয়াছে জনু
পাষাণ বেজেছে রাঙ্গা পায়।
বনে আসিবার কালে হাতে হাতে সঁপি দিলে
ঘরে গেলে কি বলিবে মায়।।
খেলাব বলিয়া বনে আইলাম তোমা সনে
সবে মিলি বসি তরুছায়।
বনে বনে উখটিয়া তোর লাগি না পাইয়া
আমাসভা প্রাণ ফাটি যায়।।
জ্ঞানদাস কহে বাণী শুন ভাই নীলমণি
এ কোন চরিত তোর বল।
আমাদের ফেলে বনে যাও তুমি অন্য স্থানে
তুমি মোদের এক যে সম্বল।।