হিয়া বিরহানলে জ্বলত নিরন্তর
লখই না পারই কোই।
জনু বড়বানল জলনিধি অন্তরে
বাহিরে বেকত না হোই।।
সুন্দরি কো কহু কানু স্বতন্ত্র।
তুয়া গুণ নাম গুপত অবলম্বন
সোই সতত জপমন্ত্র।।ধ্রু।।
তোঁহারি সম্বাদ শুনল যব মো সঞে
ধৈরয ভেল উদাস।
দীঘ নিশ্বাস নয়নজল ছল ছল
গদগদ বোলত ভাষ।।
নখরশিখরে মহী লেখি বুঝাওল
কহইতে নাহি যছু ঠাম।
মরমক বেদন মরমে সমাপই
সো ঘনশ্যামর নাম।।