হেদে হে বঁধুয়া আসিগা আমি।
পথে আন ছলে দেখা হল ভালে
কি আর বলিবে তুমি।।
ভাল না হইবে কাজ।
চন্দ্রাবলীর স্থানে যদি কেহ কহে
শুনিলে পাইবে লাজ।।
সে যে করিবে দারুণ মান।
একুল ওকুল দুকুল যাইবে
পাথারে ভাসিবে শ্যাম।।
ইথে তোমার ভাল না হইবে ।
চণ্ডীদাস ভণে — রাই যদি শুনে
কুঞ্জে উঠিতে না দিবে।।