হেনই সময়ে কাক কহিতে লাগল ডাক
বসিয়া মন্দির শিরে রহে।
হেন বেশে আর কাক কাহে কহ লাখ ডাক
আহার বাটিয়া খায় দুহে।।
কহে কত নানা বোল করে বহু উত্তরোল
বদনে বদনে করে ডাক।
দেখিয়া কিশোরি গৌরি সখিরে পুছয়ে বেরি
“সুভাসভ দেখি এই বেলা।।
আচম্বিতে আসি কাক কহয়ে বহুত ডাক
কি হেতু ইহার দেখ জানি।
বুঝিহ ইহার গতি শুনহ যুবতি সতি
কি সবদ দেখি ইহা সুনি।।”
তাহা দেখি এক সখী — “হেদে কাক কহ দেখি
যদি গৃহে আয়ব কানাঞি।
উড়িয়া বৈঠহ ঠায় আসিব গতিক প্রায়
উড় দেখি বৈস এক ঠাঞি।।”
উঠিয়া বৈঠল কাক করয়ে বদন ডাক
জার গৃহে বসিলা তুরিতে ।
চণ্ডিদাস কহে –“রাই নিশ্চয় কহিয়ে এই
বুঝিলাঙ সুভাসুভ চিতে।।”